Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

০১ নং কলাবাড়ী ইউনিয়ন পরিষদ তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।।


গ্রাম আদালত বিধিমালা

এই বিধিমালা ১৯৭৬ সালের গ্রাম আদালত বিধিমালা নামে অভিহিত হইবে।

২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে এই বিধিমালায়-

(ক) “ ফরম “ অর্থ এই বিধিমালায় সংযোজিত কোন ফরমঃ

(খ) “অধ্যাদেশ “ অর্থ ১৯৭৬ সালের গ্রাম আদালত অধ্যাদেশ (১৯৭৬ সালের ৬১ নং অধ্যাদেশ)

(গ) ”ভাগ” অর্থ এই অধ্যাদেশের তফসীলের কোন ভাগ

(ঘ) আবেদনকারী” অর্থ এই অধ্যদেশের ৪ ধারার অধীন যিনি কোন আবেদন করেন।

(ঙ) “প্রতিবাদী “ অর্থ এই অধ্যাদেশের ৪ ধারার অধীন যাহার বিরুদ্ধে আবেদন করা হয়।

(চ) “ধারা” অর্থ এই অধ্যাদেশের কোন ধারা।

৩। (১) ৪ ধারার (১) উপ-ধারার মোতাবেক আবেদন লিখিতভাবে দাখিল করিতে হইবে এবং আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত হইতে হইবে এবং উহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক পেশ করিতে হইবে। (২) ১. উপ-বিধিতে বণিুত আবেদনে নিন্ম লিখিত বিবরণ থাকিতে হইবে।

(ক) যে ইউনিয়ন পরিষদে  আবেদন করা হইয়াছে উহার নাম

(খ) আবেদনকারীর নাম ঠিকানা ও পরিচয়