এই বিধিমালা ১৯৭৬ সালের গ্রাম আদালত বিধিমালা নামে অভিহিত হইবে।
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে এই বিধিমালায়-
(ক) “ ফরম “ অর্থ এই বিধিমালায় সংযোজিত কোন ফরমঃ
(খ) “অধ্যাদেশ “ অর্থ ১৯৭৬ সালের গ্রাম আদালত অধ্যাদেশ (১৯৭৬ সালের ৬১ নং অধ্যাদেশ)
(গ) ”ভাগ” অর্থ এই অধ্যাদেশের তফসীলের কোন ভাগ
(ঘ) আবেদনকারী” অর্থ এই অধ্যদেশের ৪ ধারার অধীন যিনি কোন আবেদন করেন।
(ঙ) “প্রতিবাদী “ অর্থ এই অধ্যাদেশের ৪ ধারার অধীন যাহার বিরুদ্ধে আবেদন করা হয়।
(চ) “ধারা” অর্থ এই অধ্যাদেশের কোন ধারা।
৩। (১) ৪ ধারার (১) উপ-ধারার মোতাবেক আবেদন লিখিতভাবে দাখিল করিতে হইবে এবং আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত হইতে হইবে এবং উহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক পেশ করিতে হইবে। (২) ১. উপ-বিধিতে বণিুত আবেদনে নিন্ম লিখিত বিবরণ থাকিতে হইবে।
(ক) যে ইউনিয়ন পরিষদে আবেদন করা হইয়াছে উহার নাম
(খ) আবেদনকারীর নাম ঠিকানা ও পরিচয়
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস